রাঙামাটি জেলার ঐতিহ্যবাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী সুস্থ ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের তহবিল থেকে ২লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমার হাতে এ ২লক্ষ টাকার চেক তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, ত্রিদীপ কান্তি দাশ, রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.