বুধবার বাঘাইছড়িতে মানসম্মত প্রাথমিক শিক্ষা-প্রয়োজনে মাতৃভাষায় শিক্ষা শীর্ষক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিলেস চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। সভায় বক্তব্য রাখেন ইপসা প্রতিনিধি জিয়াউল হক, রুপকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুপায়র খীসা চাকমা, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং ডিগ্রী কলেজের প্রভাষক মীর কামাল হোসেন, কাচালং ডিগ্রী কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা গিয়াস উদ্দিন মামুন, আলোময় চাকমা ও লিপি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার এরিয়া ম্যানেজার শশী কিরন চাকম।
এডভোকেসী সভা বক্তরা বলেন, ২০১২সাল থেকে ইপসা তিনটি ইউনিয়নে ঝড়ে পড়া শিশুদের নিয়ে ৩৫টি শিশু শিখন কেন্দ্র রয়েছে। উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা , প্রাক প্রাথমিক শিক্ষা , ক্যাম্প কার্যত্রুম,ও তৎমধ্যে ৩টি কেন্দ্র চাকমা বর্ণমালায় মাতৃভাষার মাধ্যমে কার্যত্রুম পরিচালনা করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.