গবেষনা প্রতিবেদন তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাঙামাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে রাঙামাটির গণ মাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার সন্ধ্যায় রাঙামাটি ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ট্রেনিং ইন্সটিটিউট (এফডব্লিউভিটিআই) মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ড. আবুল হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক ড.অনুপম হীরা মন্ডল। আলোচনায় অংশ নেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, এফডব্লিউভিটিআই এর অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সমকালের স্টাফ রিপোটার সত্রং চাকমা, সময় টিভির রাঙামাটি প্রতিনিধি হেফাজুতুল বারী সবুজ, ইন্ডিপেনডেন্ট টিভির রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা ।
মতবিনিময় সভায় বলা হয়, পাহাড়ের প্রাকৃতিক নৈসর্গিক এলাকা ও তাতে বসবাসকারী জনজাতির জীবনযাপন সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর(লোক সংস্কৃতি) বিভাগের একদল শিক্ষার্থী গবেষনা প্রতিবেদন তৈরি করতে রাঙামাটিতে বেছে নেন। এ গবেষনা প্রতিবেদনে পার্বত্য রাঙামাটি অঞ্চলের মানুষের জীবন যাপন পদ্ধতি ও তাদের দুঃখ-দুদর্শা, বঞ্চনা, আনন্দ, বেদনা, আশা আকাংখা আর স্বপ্ন কল্পনার কথা স্থান পাবে।
জানা গেছে, লোক সংস্কৃতির বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা গ্রহণের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৬সালের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের একটি দল বর্তমানে রাঙামাটিতে অবস্থান করছেন।
আরো জানা যায়,বিশ্ববিদ্যালয়ের দুজন তত্ববধায়ক শিক্ষককের নির্দেশনায় শিক্ষার্থীরা পার্বত্য রাঙামাটির সকল জনজাতি বর্ণ ও গোত্রের লোকজনের সঙ্গে মিলিত হবেন এবং পাহাড়ী প্রাকৃতিক ও ভৌগলিক পরিবেশকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীরা এ অঞ্চলের মানুষের জীবন যাপন পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন।
সংগৃহীত এই তথ্য উপাত্ত উপলদ্ধিতে এনে তাদের দুঃখ-দুদর্শা, বঞ্চনা, আনন্দ, বেদনা, আশা আকাংখা আর স্বপ্ন কল্পনা সম্পর্কে জেনে এ গবেষনা প্রতিবেদন তৈরী করা হবে। পরবর্তিতে এ সংগৃহীত তথ্য ও অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে সামাজিক বিজ্ঞান গবেষনা রিতি পদ্ধতি অনুযায়ী শিক্ষার্থীরা একটি গবেষনা প্রতিবেদন তৈরী করবেন।
এ প্রতিবেদন তৈরীতে শিক্ষার্থীরা এলাকার সকল স্থরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.