শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিম। গণগ্রন্থাগারের সরকারী লাইব্রেরীয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা হাঁস মুরগী খামারের ব্যবস্থাপক কুসুম বিকাশ চাকমা, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশোভন চাকমা, মোনঘর প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব চাকমা ও গণগ্রন্থাগারের কর্মকর্তা অমর বিকাশ চাকমা।
প্রতিযোগিতায় ক গ্রুপে ৩য় থেকে ৫ম শ্রেণী, খ গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী ও গ গ্রুপে ৯ম থেকে ১০ম শ্রেণীর জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১০৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.