অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময় সূচি পরিবর্তনের দাবীতে মঙ্গলবার রাঙামাটি সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কলেজ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন অনার্স তৃতীয় বর্ষের ছাত্র হাসান মুরাদ। বক্তব্যে রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র কমেশ চাকমা,রেশমী বড়ুয়া ব্যবস্থাপনা বিভাগের ছাত্র তাজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে ৪ দফা সম্বলিত একটি স্বারকলিপি কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বরাবর প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.