গেল ৭২ ঘন্টায় রাঙামাটিতে কোন ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে যৌথভাবে কাজ করছে রাঙামাটি পৌরসভা ও জেলা স্বাস্থ্য বিভাগ।
রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গেল ৭২ ঘন্টর মধ্যেয় রাঙামাটিতে কোন ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। এর আগে ৪৬ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। যার দুই তৃতীয়াংশ ঢাকা থেকে আসা। গত বছর এর সংখ্যা ছিল ১২৯ জন।
সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। যে এলাকা থেকে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে সেসব এলাকা চিহ্নিত করে সাথে সাথে পৌরসভার মশা নিধনকারী দল ঘটনাস্থলে গিয়ে স্প্রে করছে। এসময় স্থানীয় পৌর কাউন্সিলর ও স্বাস্থ্য বিভাগের লোক উপস্থিত থাকে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামুল্যে করা হচ্ছে। ডেঙ্গু পরীক্ষা, ঔষধ বিতরণ সম্পূর্ণ ফ্রিতে করা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলায় ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.