বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অংসাখই মার্মা।
গেল ১৯ মার্চ দূর্বৃত্তদের হামলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা নিহত হওয়ার কারণে দলের উপজেলা সিনিয়র সহ-সভাপতি অংসাখই মার্মাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে বুধবার উপজেলার সাধারণ সম্পাদক এস,এম সাইদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানিয়েছেন।
প্রেস বার্তায় বলা হয়, গেল ১৯ মার্চ উপজেলা নির্বাচনের কাজ শেষে নিজ গ্রাম ওরাছড়ি থেকে বিলাইছড়ি উপজেলা সদরে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কানিÍ তঞ্চঙ্গ্যার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণে উপজেলা আওয়ামীলীগের পদটি শূন্য হওয়ায় বিলাইছড়ি উপজেলা কার্য-নির্বাহী সংসদের সিদ্ধান্তের আলোকে সিনিয়র সহ-সভাপতি অংসাখই মার্মাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
প্রেস বার্তায় আরো বলা হয়, আওয়ামীলীগের গঠনতন্ত্র ২৫.(১)ক ধারা মতে পরবর্তী সভাপতির নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। আগামী ১৮ এপ্রিল প্রয়াত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার স্বরণে একটি শোক সভা করার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.