রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যার হত্যার ঘটনায় চার দিন পর শনিবার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমাসহ ২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় যৌথ বাহিনীর সদস্যরা সন্দেভাজন হিসেবে স্নেহাশীষ চাকমা ওরফে আশীষ-(৪৩)কে আটক করেছে।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী জানান, আজ শনিবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যার হত্যার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মনির হোসেন বাদী বাদী হয়ে ২০ জনের নামসহ আরও ৮জনকে অজ্ঞাত আসামী করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করেছেন। এতে মামলায় জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাকে প্রধান আসামী করে অমৃত সেন তংচংগ্যাসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৮ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এদিকে, রাঙামাটি কতোয়ালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি পৌর এলাকার বনরূপার বলপিয়া আদামে যৌথবাহিনী অভিযান চালিয়ে স্নেহাশীষ চাকমা ওরফে আশীষকে আটক করে। তিনি বিলাইছড়ি আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যা হত্যাকান্ডের সন্দেহভাজন একজন আসামী।
উল্লেখ্য, গেল ১৯ মার্চ বিলাইছড়ি উপজেলার নিজ বাড়ী উড়াছড়ি থেকে সদর উপজেলা ফেয়ার পথে আলিংখ্যং এলাকায় একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। পর দিন জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে হত্যাকান্ডের প্রতিবাদে ও জড়িতদের ধরতে বিক্ষোভ-সমাবেশ করে। এতে আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রশাসনকে আসামীদের ধর অল্টিমেটাম দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.