রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে মুন্সী আবদুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে নতুন বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে।
রোববার সকাল ১০ টায় এর উদ্বোধন করা হয়। নানিয়ারচর সেনা জোন কমান্ডার লে. কর্নেল বাহালুল আলম এ বিদ্যালয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা, জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাহালুল আলম বলেন এলাকার ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করতেএ বিদ্যালয়ে যা যা করণীয় তা সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগীতা করা হবে।
উল্লেখ্য মুন্সী আবদুর রউফ নানিয়ারচর বুড়িঘাট এলাকায় ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে সম্মূখ যুদ্ধে শহীদ হন ।তার নামে এ বিদ্যালয়ের নাম করণ হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.