মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত খিয়াং জনগোষ্ঠীর প্রথাগত উত্তরাধিকার এবং খিয়াং নারীদের অবস্থান নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে খিয়াংরা এখনও অনেক পিছিয়ে পড়ে আছে। তাদের প্রথাগত আইনকে সরকার অমান্য করার কারণে তারা ভুমি থেকে উচ্ছেদ হচ্ছেন। দারিদ্রতার কারণে ছেলেমেয়ে পড়ানো সম্ভব হচ্ছে না।
রাঙামাটির সাবারাং রেস্টুরেন্টে ডব্লিউইএভিএ-এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। ডব্লিউইএভিএ নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউএনডিপির প্রতিনিধি ঝুমা দেওয়ান, বাংলাদেশ খিয়াং কল্যাণ সমিতির সভাপতি অংথুই খিয়াং, সাধারণ সম্পাদক পাইথুইঅং খিয়াং প্রমূখ।
কর্মশালার শুরুতে খিয়াং জনগোষ্ঠী উপর গবেষণা মুলক প্রবন্ধ উপস্থাপন করেন এ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা এবং শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী।
কর্মশালায় খিয়াং জনগোষ্ঠীর প্রথাগত উত্তরাধিকার, খিয়াং নারীদের অবস্থানসহ খিয়াংদের বর্তমান ও অতীতের অবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.