বরকল খাদ্য গুদামে সরবরাহকৃত ১০ টাকার মূল্যের চাউল গন্ধ পোকা ও নিম্নমানের এ শিরোনামে গেল ১১ সেপ্টেম্বর জাতীয় পত্রিকা স্থানীয় পত্রিকা ও অন লাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে চাউলগুলো গন্ধ, পোকায় আক্রান্ত ও নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত এ সংবাদের তিব্র প্রতিবাদ জানিয়েছেন বরকল খাদ্য গুদামের ভার প্রাপ্ত খাদ্য কর্মকর্তা নিশান চাকমা।
লিখিত প্রতিবাদ লিপিতে তিনি বলেন, গেল ৭ সেপ্টেম্বর বরকল খাদ্য গুদামে ৭৫ মেট্রিকটন চাউল সরবরাহ করা হয়। সরবরাহকৃত চাউল গুলো সবই ১০ টাকার মূল্যের চাউল নয়। উপজেলার ভিজিডি ভিজিএফ সহ অন্যান্য প্রকল্পের চাউলও রয়েছে। সরবরাহকৃত বোরো-১৮ এ আতপ চাউলগুলো কোন গন্ধ নেই। পোকায় আক্রান্ত নয়। মাত্র কয়েক বস্তা সামান্য লালচে রঙের হলেও খাওয়ার উপযোগী বলে তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন। তিনি আরো বলেন- প্রকাশিত সংবাদটি মোটেই সত্য নয়। এটি বিভ্রান্তিকর। খাদ্য বিভাগকে হেয় করার উদ্দেশ্য মাত্র। তাই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদটির পরির্বতে সংবাদটির সঠিক তথ্য উপাত্ত দিয়ে সঠিক সংবাদটি পরিবেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রতিবাদলিপিতে।
প্রতিবেদকের বক্তব্য
গেল ১১ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় ও অন লাইন পত্রিকায় প্রকাশিত বরকল খাদ্য গুদামে সরবরাহকৃত ১০ টাকার মুল্যের চাউল গুলোর ব্যাপারে সরেজমিনে গিয়ে তথ্য উপাত্ত নিয়ে ছবি তুলে ও সরবরাহকারী ঠিকাদার ডিলার সুফলভোগী ও ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বক্তব্য নিয়ে প্রতিবেদনটি তৈরী করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.