• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে-ধর্ম উপদেষ্টা                    রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন                    খাগড়াছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    
 
ads

শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন
প্রগতি চাকমা বেসরকারীভাবে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2018   Wednesday
হাজাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাদের লম্বা সারি। ইনসেটে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রগতি চাকমা।

হাজাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাদের লম্বা সারি। ইনসেটে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রগতি চাকমা।

বুধবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আনারস প্রতীক প্রগতি চাকমা ১৪ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

সন্ধ্যায় ভোট গনণা শেষে ফলাফলে বেসরকারীভাবে আনারস প্রতীক প্রগতি চাকমাকে বেসরকারীভাবে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়াম্যান হিসেবে ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ।


বেসরকারী ফলাফলে জানা যায়, নির্বাচনে কাপপিরিচ প্রতীক নিয়ে প্রণতি রঞ্জন খীসা পেয়েছেন ৮ হাজার ১৫ ভোট এবং দোয়াত কলম মার্কা প্রতীকে কল্পনা চাকমা পেয়েছেন ৪৩৬ ভোট। নির্বাচনে ২২ হাজার ৯৩৬ ভোট কাস্টিং হয়েছে এবং ভোট বাতিল হয়েছে ৩২৬ ভোট।


উল্লেখ্য,গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় চেয়ারম্যানের পদ শুণ্য হলে নির্বাচন কমিশন নানিয়ারচর উপজেলা পরিষদের উপ নির্বাচন ঘোষনা করে। এ উপজেলায় মোট ভোটার রয়েছে ৩২ হাজার ৮৫৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭০০৭ ও মহিলা ভোটার রয়েছে ১৫,৮৪৬ জন।


নানিয়ারচর উপ-নির্বাচনে বুধবার ৮টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত ভোটাররা যে যার কেনেদ্র স্বতস্ফূর্তভাবে ভোটা প্রদান করেছেন। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কমে গেছে। নির্বাচন চলাকালে পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি মোতায়েন ছিল চোখে পড়ার মত। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রনতি রঞ্জন খীসা, প্রগতি চাকমা ও কল্পনা চাকমা প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে প্রনতি রঞ্জন খীসা স্বতন্ত্র প্রার্থী হলেও ইউপিডিএফ সমর্থিত প্রার্থী ও প্রগতি চাকমা এমএন লারমা জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী। তবে আওয়ামীলীগ ও বিএনপি থেকে কোন প্রার্থী দেয়নি।


এদিকে গতকাল নানিয়ারচর উপ-নির্বাচন চলাকালে হাজাছড়ি, ঘিলাছড়ি,বগাছড়ি পূর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী-পুরুষ ভোটাররা লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কমে গেছে। নির্বাচন চলাকালে পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি মোতায়েন ছিল চোখে পড়ার মত। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রনতি রঞ্জন চাকমা, প্রগতি চাকমা ও কল্পনা চাকমা প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে প্রনতি রঞ্জন খীসা স্বতন্ত্র প্রার্থী হলেও ইউপিডিএফ সমর্থিত প্রার্থী ও প্রগতি চাকমা এমএন লারমা জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী। তবে মূলধারার জাতীয় রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি থেকে কোন প্রার্থী দেয়নি। 


এদিকে চেয়ারম্যান প্রার্থী প্রণতি রঞ্জন খীসা(কাপপিরিচ) অভিযোগ করেছেন নির্বাচন চলাকালে প্রতিপক্ষের আনারস মার্কাার প্রার্থীর লোকজনেরা রতœসিংক কারবারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নানিয়ারচর উচ্চ বিদ্যালয়, তৈ চাকমা হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে তার পক্ষের ভোটারদের ভোট যেতে হুমকি ও ভয়ভীীত দেখিয়ে বাধা প্রদান করেছে। তবে আনরাস মার্কার প্রার্থী প্রগতি চাকমা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভোট চলাকালে কোন ভোটারকে হুমকি ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়নি। ভোট গ্রহন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।


তবে প্রগতি চাকমা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভোট গ্রহন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন ভোটারকে হুমকি ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ