• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে-ধর্ম উপদেষ্টা                    রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন                    খাগড়াছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভায়
কাপ্তাই হ্রদের পাড় অবৈধভাবে দখলদারীদের উচ্ছেদে প্রশাসন থেকে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2018   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন আলম, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন’সহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণের মাধ্যমে একদিকে যেমন এখানকার মানুষের আমিষের চাহিদা পূরণ হচ্ছে, তেমনি দেশের অন্যান্য জেলায় রপ্তানী করে রাজস্ব আয় হচ্ছে। এ হ্রদটি আমাদের জেলার এক অমূল্য সম্পদ।


তিনি আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মাছ শিকার বন্ধকালীন সময়ে মা মাছ শিকার করে এখানকার সম্পদ ধ্বংস করছে। আর এক শ্রেণীর অবৈধ দখলবাজ হ্রদটি দখল করে ঘরবাড়ী নির্মাণ করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান। তিনি মাদক প্রসঙ্গে বলেন, বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী মাদক নির্মূলে সারাদেশে অভিযান চলছে। মাদক বেচাকেনা ও সন্ত্রাসীমূলক কোন কর্মকান্ড পরিলক্ষিত হলে প্রশাসনকে অবহিত করে সহযোগিতা করার পরামর্শ দেন তিনি।


তিনি বলেন, এ জেলায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান, নাগরিক সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনী’সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমন্বিতভাবে সকলে কাজ করলে এ জেলার উন্নয়ন ঘটবে।

 

জেলা প্রশাসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন আলম বলেন, সম্প্রতি জেলার নানিয়ারচর’সহ অন্যান্য জেলায় ভূমিধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন কাজ করছে। ঝুকিপূর্ণ ঘরবাড়ী থেকে সরিয়ে অনেক পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছিল।


তিনি বলেন, কাপ্তাই হ্রদের পাড় অবৈধভাবে দখল বসবাসকারীদের উচ্ছেদের বিষয়ে প্রশাসন থেকে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।

সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন বলেন, গেল ১১ ও ১২জুন অতি বৃষ্টির ফলে যে সমস্ত জায়গায় রাস্তা ভেঙ্গে যায় সেগুলো মেরামতের কাজ চলছে। যার ফলে যান চলাচল অব্যাহত রয়েছে।


বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গেল মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য শিকার বন্ধ রয়েছে। যা আগামী ৩০ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।


তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মা মাছগুলো শিকার করে এসএ পরিবহন, পাহাড়ীকা গাড়ী করে পাচার করার সময় ধরা পড়ে যা মোটেই কাম্য নয়। তিনি মৎস্য শিকার বন্ধকালীন সময়ে কোন জেলে বা অসাধু ব্যবসায়ী কর্তৃক মৎস্য শিকার ও বিক্রী করছে এধরনের ঘটনা নজরে এলে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানান।

 

খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক তপন কান্তি ত্রিপুরা বলেন, বর্তমানে ভান্ডারে ২৫০ মেঃ টন চাল ও ২৫০ মেঃ টন গম মজুদ রয়েছে। এছাড়া অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

উত্তর, দক্ষিণ, ঝুম নিয়ন্ত্রণ, ইউএসএফ ও পাল্পউড বন বিভাগের বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, কাজল তালুকদার, কনক বড়–য়া ও মোঃ মিজানুর রহমান জানান, দেশের স্বাধীনতা অর্জনে ৩০লক্ষ শহীদদের স্মরণে আগামী ১৮জুলাই ৩০লক্ষ গাছের চারার রোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ কর্মসূচীর উদ্বোধন করবেন। এরই লক্ষ্যে বন বিভাগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে এ জেলার ৬৮৯টি প্রতিষ্ঠানে ৬০হাজার চারা রোপণ করা হবে।

 

বিদ্যুৎ বিতরণ বিভাগ, বিদ্যূৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি জানান, যে সমস্ত প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বকেয়া বিল পরিশোধ করেনি তাদেরকে চলতি মাসে তা পরিশোধ করার অনুরোধ জানান। এছাড়া বিদ্যুৎ বিল সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০১৭৫৫৫৮৩০২৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ