• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধের প্রথমদিন চলছেনা দুরপাল্লার গাড়ি                    দীঘিনালায় সহিংস ঘটনায় নিহত ৩, আহত ১০                    দীঘিনালায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,বাজারে আগুনে পুড়েছে অর্ধ শতাধিক দোকানপাট                    
 
ads

প্রভাবশালীর দখলে পানছড়ি বাজার গণশৌচাগারঃ ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2015   Thursday

খাগড়াছড়ির পানছড়ি বাজারে একমাত্র গণশৌচাগার এক প্রভাবশালী ব্যবসায়ীর দখলে নিয়েছেন অভিযোগ পাওয়া গেছে। এতে দুর-দূরান্ত থেকে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

খাগড়াছড়ি বাজার ফান্ড সূত্রে জানা যায়, পানছড়ি বাজারে আসা সর্বসাধারনের সুবিধার্থে খাগড়াছড়ি জেলা বাজার ফান্ড থেকে ২০০৪-২০০৫ অর্থ বছরে দেড় লাখ টাকায় দুটি গণ শৌচাগার নির্মাণ  করে দেয়। অভিযোগ রয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই জৈনক প্রভাবশালী ব্যবসায়ী গণশৌচাগার দু’টি দখল করে রেখেছেন। বর্তমানে বাজারে স্বাস্থ্য সম্মত কোন শৌচাগার না থাকায় প্রকৃতির ডাকে সম্ভ্রম নষ্ট করে অনেকেই খোলা জায়গায় পায়খানা-প্রস্রাব সেরে নিচ্ছেন। এতে এলাকা দুর্গন্ধ ছড়াচ্ছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণশৌচাগার দু’পাশে রয়েছে মুরগির দোকান রয়েছে। চারদিকে দুর্গন্ধ আর মশামাছি। অনেকে নাকে রুমাল দিয়ে লোকজন হাটাচলা করছেন। গণশৌচাগারগুলো ব্যবহার না হওয়ায় মুরগি ব্যবসায়ীরা গণশৌচাগার পাশে মুরগি জবাই করছে। 

 

পানছড়ি বাজার ব্যবসায়ী এবি ট্রেডার্স এর স্বত্বধিকারী সুকুমার দে জানান,ক্ষমতার প্রভাব দেখিয়ে দখল করা হয়েছে গণশৌচাগারটি। কেউ এটিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে না। বাজার উন্নয়ন কমিটিকে এ ব্যপারে অনেকবার বলা হয়েছে।

 

ব্যবসায়ী কানু সিকদার বলেন-শৌচাগারটি দখল হওয়া বাজারে প্রতিদিন শতশত মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

 

পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী জানান,বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে ক্ষমতার প্রভাব দেখিয়ে পানছড়ি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী  গণশৌচাগার দু’টি দখল করে রেখেছে। বর্তমানে তিনি ওই জায়গার মালিক বলে দাবি করেন। তিনি গণশৌচাগার দু’টির সিপটি টাংকিগুলোও ভরাত করে রেখেছেন।

 

গণশৌচাগারের প্লপটির রেজিঃভূক্ত কাগজপত্র দেখিয়ে ব্যবসায়ী কাজীএনামুল হক  জানান, বাজার ফান্ডের বিধিমোতাবেক ১০ ফুট বাই ৩০ ফুট প্লটটি বাজার ফান্ড আমার নামে ২০০২ সালে নামে বরাদ্ধ দেয়। বিগত চারদলীয় জোট ক্ষমতায় আসার পর ক্ষমতার প্রভাব দেখিয়ে বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী আমার রেজিঃভূক্ত প্লটের উপর ২০০৪-২০০৫ সালে  গণশৌচাগারটি নির্মাণ করে। সে সময় তাকে পানছড়িতে থাকতে দেয়া হয়নি। তার আত্মীয়-স্বজনদের এ ব্যাপারে কথা না বলার জন্য হুমকি দেওয়া হয়েছে। এ প্লটটি নিয়ে তিনি মামলাও করেছি। রায়ে তিনি প্লটটি বরাদ্দ পেয়েছি। তিনি  চান বিষয়টি সুরাহা হোক।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বাজার ফান্ডের এক কর্মকর্তা জানান, প্লটটি এখনো খাস রয়েছে। কারো নামে বরাদ্দ দেয়া হয়নি। জৈনক ব্যবসায়ী ক্ষমতার প্রভাব দেখিয়ে দখলে রেখেছেন আর গণশৌচাগারগুলোতে পায়খানা প্রস্রব করলে সাধারণ জনগণকে তিনি নাকি হুমকিও দেন।

 

পানছড়ি বাজার চৌধুরী চাইলা প্রু বলেন, গণশৌচাগার জায়গাটি কারো নামে রেজিঃভূক্ত নয়। প্লটটি এখনো খাস রয়েছে এবং দখলে নেওয়ার হচ্ছে না কেন জানতে চাইলে তিনি কোন জবাব দেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ