১৩ জুন কাপ্তাইয়ে ৫ টি ইউনিয়নে পাহাড় ধসে, মাটি চাপা পড়ে, গাছ উপরে পড়ে এবং প্রবল স্রোতে ভেসে ১৮ জনের প্রানহানি ঘটে, আহত হয় ১৯ জন।
সোমবার নিহত ১৮ পরিবারের মাঝে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে পরিবার প্রতি নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মার্মা প্রত্যেক ইউনিয়নে উপস্থিত থেকে নিহত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেন। এ সময় রাইখালি ইউনিয়নে উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মার্মা,সাধারন সম্পাদক ইউসুফ কার্বারী, ওয়াগ্গা ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দীপ্তিময় তালুকদার,ওয়াগ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অংলাচিং মার্মা এবং কাপ্তাই ইউনিয়নে উপস্হিত ছিলেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাগর চক্রবর্তী,সাধারন সম্পাদক মহিউদ্দন পাটোয়ারি বাদল,উপজেলা যুব লীগ সভাপতি নাছির উদ্দিন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.