বুধবার খাগড়াছড়িতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে ইমাম সমাজের ভূমিকা শীর্ষক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন নাটাব খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জীতেন বড়–য়া। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আধূনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সঞ্জীব ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আবু তাহের আনসারী, সাংবাদিক আব্দুল হালিম ও নাটাব কেন্দ্রীয় কার্যালয়ের সোস্যাল মবিলাইজার শুধাংসু বিশ্বাস। কর্মশালায় ৩০ জন ঈমামসহ নাটাব স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন।
সভায় যক্ষ্মা প্রতিরোধ নিরাময় এবং যক্ষ্মা রোগীদের সনাক্ত করে চিকিৎসা সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিতি সকলকে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে ইমামদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.