• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

লামায় মারমা বৃদ্ধা দম্পত্তিকে গলা কেটে হত্যা

বিশেষ প্রতিনিধি,বান্দরবান/লামা প্রতিনিধ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2017   Saturday

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা ছোট মারমা পাড়ায় জবাই করা বৃদ্ধা দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর ছোট মার্মা পাড়ায় শনিবার দিবাগত রাতের কোন এক সময় এই বৃদ্ধ স্বামী-স্ত্রীকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের বড় ছেলে উহ্লামং মার্মা। নিহতরা হলেন, ক্যাহ্লাচিং মার্মা (৭০) ও তার স্ত্রী চিংহ্লামে মার্মা (৬৫)। নিহতের ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা  যায়,স্বামী-স্ত্রী দুইজনেই বৃদ্ধ। দুই জনেই মারমা সম্প্রদায়ের। স্বামী ক্যহ্লাচিং মার্মার বয়স ৭০। আর স্ত্রীর চিংহ্লামে’র বয়স ৬৫। পারিবারিকভাবে তাদের নেই কোনো সমস্যা। তাদের জায়গা-জমি কিংবা অন্য কোনো বিষয়ে নেই ঝামেলা ও ঝগড়া। পরিবারের সদস্য ও এলাকার জনপ্রতিনিধিদের দাবি একই ধরণের। নিহতরা সহজ-সরল শান্তি প্রিয় মানুষ।

 

এমনকি স্বামী-স্ত্রীর মধ্যেও নেই কোনো ঝামেলা। এলাকার সবার সঙ্গে তাদের রয়েছে সুসম্পর্ক। এরপরও তাদেরকে কে বা কারা রাতের অন্ধকারে কোনো এক সময় হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বামীকে গলা কেটে আর স্ত্রীকে বুকে ও পেটে ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে নিহতদের পুত্রবধূ ম্যাদু মার্মা (৩২) তাদের জন্য ভাত রান্না করতে গেলে বিছানায় লাশ পড়ে থাকতে দেখেন।

 

সূত্র আরো জানায়, বৃদ্ধরা ঘরের ভিতরে নিরিবিলিভাবে থাকতে ভালোবাসেন। তাদেরকে এমন নৃশংসভাবে হত্যা করা হবে ভাবতে পারছেন না স্থানীয়রা। প্রতিদিনের ন্যায় এলাকার লোকজন সকালে উঠে যে যার কাজ করছিলেন। সকাল বেলা হঠাৎ ওই নিরিবলিতে থাকা বৃদ্ধদের ঘর থেকে কান্নার শব্দ শুনে লোকজন ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনও স্তম্ভিত হয়ে পড়েন। এরপর ঘটনা সর্ম্পকে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে নিকটতস্থ ইয়াংছা সেনাবাহিনী ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা ও লামা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

এদিকে, মারমা বৃদ্ধা দম্পত্তিকে কারা হত্যা করেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে হত্যাকান্ডের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। গেল  শনিবার সকালে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

নিহতের মেয়ে মাঅং মার্মা (৪২) জানান,আমার বাবা-মা দুইজন নিজেদের বাড়িতে একা থাকত। শনিবার সকাল ৭টায় আমি তাদেরকে রান্না করে দিতে এসে দেখি আমার বাবা ও মায়ের রক্তাক্ত লাশ বিছানায় পড়ে আছে। বাবার গলা কাটা অবস্থা ও মায়ের বুকে কাটা বুকে কাটা অবস্থায় দেখতে পাই। আমার চিৎকারে আশপাশের লোকজন সবাই ছুটে আসে।

 

এদিকে, গলা কেটে হত্যার ঘটনার গেল বছর নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক বৌদ্ধ ভিক্ষুকে ও আদিবাসী আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা থাকার তথ্য পেয়েছে পুলিশ। মারমা দম্পত্তিকে গলা কেটে হত্যার ঘটনাও জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা খুঁজছে পুলিশ।

 

নিহতের তৃতীয় ছেলে হ্লাঅং  প্রু জানান, ঘরের আলমারি, সিন্দুক, বক্সের তালা খোলা রয়েছে। সারা ঘর এলামেলো ও জিনিসপত্র গুলো ছড়ানো ছিটানো রয়েছে। মাটির দুইতলা ঘরের উপরের অংশের ছোট জানালা গুলো খোলা রয়েছে। যা সব সময়বন্ধ থাকত। তিনি আরো বলেন, ৫ থেকে ৬ মাস পূর্বে আমার বাপের বাড়ীতে চোর ডুকে লক্ষাধিক টাকা নিয়ে গিয়েছিল।

 

ইয়াংছা ছোট পাড়ার প্রধান (কার্বারী) অংশৈ প্রু মার্মা জানান, নিহত বৃদ্ধদের সঙ্গে কারোর পূর্ব শক্রতা আছে এমন জানা নেই। এলাকায় সবার সঙ্গে সুসর্ম্পক আছে। তারা নিজেরাই নিজেদের মতো করে থাকে। তাদেরকে এমন নিশংসভাবে হত্যা করা হবে কল্পনা করা যায় না। কারোর সঙ্গে পূর্ব শক্রতা থাকলেও শক্রতাবশত: এমনভাবে গলা কেটে হত্যা করবে না। এই হত্যাকান্ডের পেছনে অন্য কোনো সর্ম্পক থাকতে পারে।

 

লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার  জানান, মারমা উপজাতী জামাই-বউকে যেভাবে হত্যা করেছে এর পেছনে অন্য কারোর জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হত্যাকান্ডের পেছনে জঙ্গিদের হাতও থাকতে পারে। কারণ নিহতদের সঙ্গে কারোর কোনো শক্রতা নেই। সহজ-সরল জীবন যাপন করেন।  

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ক্যহ্লাচিং মারমাকে গলা কেটে ও তার স্ত্রী চিংহ্লা মে মারমাকে বুকে ও পেটে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

 

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়  জানান, কি কারণে বৃদ্ধদেরকে হত্যা করা হয়েছে জানার জন্য তদন্ত চলছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ঘটনায়  কোন জঙ্গি সংশ্লিষ্টতা  রয়েছে কিনা তার বিষয়টি মাথায় রেখেই তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ