বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়েছ। এতে মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীক জাফর আলী খান ১৫৭১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৭৯৮ ভোট।
তার নিটকতম প্রতিদ্বন্ধিতা স্বতন্ত্র প্রার্থী (মোবাইল প্রতীক) আজিজুর রহমান আজিজ পেয়েছেন ২২২৭ ভোট। বিএপি’র সমর্থিত প্রার্থী (ধানের শীষ) ওমর আলী পেয়েছেন ১৭৯৮ ভোট।
আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন এ বেসরকারী এ ফলাফল ঘোষনা করেন। তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
তিনি একই সাথে নির্বাচনীনোত্তর বিজয়ীদের আইন-শৃংখলা বজায় রাখার স্বার্থে বিজয় মিছিল বের না করারও আহ্বান জানান।
কাউন্সিলর পদে যারা নির্বাচিত হলেন--
বেসরকারি ফলাফল অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন, ১-২-৩ ওয়ার্ডে আমেনা বেগম (১৫৫৫ ভোট), ৪-৫-৬ ওয়ার্ডে মোর্শেদা বেগম (১৫৯৫) ও ৭-৮-৯ ওয়ার্ডে চঞ্চলা চাকমা (১২৯২ ভোট) এবং সাধারণ ওয়ার্ডে মো. হোসেন-১ (৬৪১ ভোট), ওবায়দুল হক-২ (৪৫৩ ভোট), বাহার উদ্দিন-৩ (৩০৪ ভোট), নুরুল আলম-৪ (৩৮০ ভোট), শহীদুল ইসলাম-৫ (৬৭৬ ভোট), নাজিম উদ্দিন-৬ (৩৮০), পারভেজ আলী-৭ (৪৮৮ ভোট), উৎপল তালুকদার-৮ (৪৪০ ভোট) ও নুরুল হক তালুকদার-৯ (৩৪৬ ভোট)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.