প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুুবুল হক শাকিল স্মরণে বুধবার খাগড়াছড়িতে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কার্যালয়ে সংগঠনের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সভার শুরুতে মাহবুুবুল হক শাকিল’র আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক তরুন কুমার ভট্টচার্য্য,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক জসিম উদ্দীন মজুমদার, সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, কেইউজে’র কানন আচার্য্য এবং ডেইলী অবজারভার জেলা প্রতিনিধি দুলাল হোসেন।
স্মরণ সভায় বক্তারা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুুবুল হক শাকিলের মৃত্যু’র রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.