রাঙামাটিতে মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী নারী বান্ধব হাসপাতাল কর্মসূচি বিষয়ক স্বাস্থ্য মেলা শুরু হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে মেলায় উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিষয়ক কমিটির আহ্বায়ক মো. মুছা মাতব্বর এবং ঢাকা নারী পক্ষের সদস্য শামসুন নেসা। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন।
দুদিন ব্যাপী মেলায় স্তন ও জরায়ু ক্যান্সার পরীক্ষা কর্ণার, জরায়ু নেমে আসা ও ফিস্টুলা বিষয়ে কাউন্সেলিং কর্ণার, জেলা পুলিশের পক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টার এর বিভিন্ন সেবা ও সহযোগিতার উপর কমিউনিটি সচেতনতামূলক সেশন কর্ণার, গর্ভবতীর স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ কর্ণার, পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক পরামর্শ ও তথ্য কর্ণার, রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্ত প্রদানকারীদের তালিকা তৈরী বিষয়ক কর্ণার এবং পরামর্শ ও তথ্য কর্নার’সহ মোট ৮টি সেবামূলক স্টল দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে নারীরা। পিছিয়ে পড়া নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্যাঞ্চলের চিত্র ভিন্ন। এখানে পুরুষদের তুলনায় নারীরা বেশি কর্মঠ। কারণ পাহাড়ে জুম চাষ থেকে শুরু করে ঘরের সব কাজ একজন নারীকেই করতে হয়। তাই নারীরা স্বাস্থ্য বিষয়ে মনোযোগ দিতে পারেন না। যে কোন রোগে নারীরাই বেশি আক্রান্ত হয়। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্য এ নারী মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি মেডিকেল কলেজ চালু করা হয়েছে। যাতে এ অঞ্চলের স্বাস্থ্য সেবার উন্নতি হয়। এ মেডিকেল কলেজের মাধ্যমে এ অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা ঘরে বসে উচ্চশিক্ষা লাভ করতে পারবে।
তিনি এ মেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে পৌঁছে দেয়ার পাশাপাশি জেলা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এ ধরনের মেলার আয়োজন করার জন্য তিনি স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.