শনিবার দৈনিক রাঙামাটির উদ্যোগে শহরের দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দৈনিক রাঙামাটি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি।
এসময় দৈনিক রাঙামাটি’র সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক রাঙামাটির চীফ রিপোর্টার আলমগীর মানিকসহ পত্রিকার কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার ৬০ জন দুঃস্থ ও শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরণকালে বেগম সুফিয়া কামাল বলেন, গরীব অসহায় ও শীতার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। যে কোন দৃষ্টিকোন থেকেই দেখিনা কেন দুস্থ, অসহায় শীতার্তরা আমাদের সমাজেরই অংশ।
সমাজের সকল অংশ সাথে নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে প্রগতিশীল সমাজে কাজ। তিনি বিশাল দরীদ্র জনগোষ্ঠীর জন্য সকল সুবিধা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। কাজেই সমাজের বিত্তবান সামর্থবান ও মানবতাবাদী মানুষকে নিজ নিজ সামর্থ নিয়ে এগিয়ে আসতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.