খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে শুক্রবার গণসংযোগ করেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুর পক্ষে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী শহরের মুসলিম পাড়া, গোলপাড়া,নেন্সি বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তিনি প্রচার পত্র বিলি ও ধানের শীষের পক্ষে ভোট চান ভোটারদের কাছে।
এসময় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়া, মেয়র প্রার্থী এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,মোস্তফাজিুর রহমান মিল্লাতসহ জেলা বিএনপি ও অংসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে সাংবাদিকদের বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী বলেন,১৪ বছর পর জনগণ ভোট দেয়ার অধিকার পেয়েছে। গত নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তা তারা প্রয়োগ করবে। বর্তমান অবস্থায় এ প্রয়োগ ধানের শীষের পক্ষে যাবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে দেশনেত্রী খালেদা জিয়া এ নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে।
তিনি সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.