এশিয়ান টিভির সাংবাদিক নুরে আলম ও ক্যমরাম্যান দিদার হোসেনের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বান্দরবানে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে।
বান্দরবান প্রেস ক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গনি,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মিনারুল হক,জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ চৌধুরী, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, দৈনিক যুগান্তর প্রতিনিধি এনামুল হক কাশেমী, ৭১ টিভির প্রতিনিধি সবাথুই মার্মা, সাংবাদিক সালেহ আহমেদ, দৈনিক সমকালের প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যা,এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, ডেলি ষ্টারের প্রতিনিধি সঞ্জয় কুমার বড়–য়া, চ্যানেল ২৪ প্রতিনিধি ফরিদুল আলম সুমন, বাংলাভিশন প্রতিনিধি আলফায়সাল বিকাশ,জিটিভির প্রতিনিধি মোঃ ইসহাক, আরটিভির প্রতিনিধি শাফায়াত হোসেন, একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, যমুনা টিভির প্রতিনিধি মোঃ রফিকুল আলম,এসএ টিভির প্রতিনিধি উচি থোয়াই মার্মা, চ্যানেল ৯ এর প্রতিনিধি জাকির হোসেন,দৈনিক আজকের প্রভাত প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন,দৈনিক মানব কন্টের প্রতিনিধি মংকিং মার্মা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মংচানু মার্মা, সাংবাদিক মুছা ফারুকি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের কাছে কোন অস্ত্র থাকে না,থাকে একটি কলম ও একটি ক্যামরা। তার পরেও বার বার দেশে কেন সাংবাদিকদের উপর হামলা হয় তা বোধ গম্য নয়। সকলের জানা উচিৎ অস্ত্রের ছেয়ে সাংবাদিকদের কলমের জোর বেশি।
বক্তারা এশিয়ান টিভির সাংবাদিকসহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসুচীর ঘোষনা দেয়ার হুমকি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.