এসএটিভি’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বান্দরবানে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি। এসএটিভির বান্দরবান প্রতিনিধি উসিথোয়াই মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি প্রথম বাংলাদেশী আইডল মংউচিং মারমা মং। প্রেস ক্লাবের সাধারণ সম্পদাক ও এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক মিনার পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, প্রথম আলো’র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, চ্যানেল টুয়েন্টিফোর-এ ফরিদুল আলম সুমন ও চাগাহ্ থিয়েটার পরিচালক জলিমং মারমা। এ সময় বান্দরবানের কর্মরত গণমাধ্যম কর্মী ও সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।এর আগে প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এসএটিভি’র বর্ষপূর্তি কেক কেটে একে অপরকে মিষ্টিমুখ করেন অতিথিরা।শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা বলেন, এসএটিভি’র সবচেয়ে বড় অর্জন বান্দরবান থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশী আইডল মংউচিং মারমা মং। মং শুধু বান্দরবান নয় এখন আইডল হয়ে সারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.