 
      
    পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার থানচি বলিপাড়া বিজিবি ক্যাম্প থেকে পুলিশকে দেওয়া এক চিঠিতে এ নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।
চিঠিতে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির আনাগোনা রয়েছে এমন সন্দেহ পোষন করা হয়। বিশেষ করে রেমাক্রি ও বড় মদকের মতো স্থানে পর্যটকরা ভ্রমনে গেলে অনাকাঙ্কিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এমন আশঙ্কা থেকে থানচি বলিপাড়া বিজিবি ক্যাম্প থেকে পুলিশের কাছে এক চিঠিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা এসব স্থানে ভ্রমন করতে পারবেন বলে চিঠিতে বলা হয়েছে। 
থানচি থানার এসআই মো: লিয়াকত আলী সত্যতা স্বীকার করে জানান, বুধবার থানচি বলিপাড়া বিজিবি ক্যাম্প থেকে থানায় এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			