বান্দরবানে থানছি উপজেলা ১৪ বছরের এক গৃহ পরিচারিকাকে দুই যুবক ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিউগুলশান এলাকা থেকে মংবাচিং মারমা (২৬) নামে একজনকে আটক করলেও অপর যুবককে আটক করতে পারেনি।
ঘটনার শিকার কিশোরী সাংবাদিকদের যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাঘাটার বড় ভাইয়ের বাড়ী থেকে ফেয়ার পথে শহরের নতুন ব্রিজ এলাকায় একা পেয়ে তাকে মংবাচিং মারমাসহ অজ্ঞাত আরও এক জন যুবক ধর্ষণ করে।
থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা জানান, শহরের নিউগুলশান এলাকার তার বাড়িতে গৃহপরিচারিকা কিশোরী সোমবার সন্ধ্যার দিকে শহরের কালাঘাটায় তার বড়ভাইয়ের বাড়িতে থেকে ফেরার পথে তাকে পথে একা পেয়ে নতুন ব্রিজ এলাকায় দুই বখাটে যুবক জোরপূর্বক নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর আত্মচিৎকারে এলাকার আশেপাশে লোকজন এগিয়ে আসলে দুই ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ অংশৈপ্রু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার শিকার কিশোরীকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বান্দরবান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমির হোসেন জিানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার নিউগুলশান থেকে অভিযুক্ত মংবাচিং মারম কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অপর অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.