বান্দরবানের লামা উপজেলায় চোলাই মদ পাচারকালে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার লামা উপজেলা থেকে চকরিয়া গামী একটি যাত্রীবাহি বাসে কুমারীবাজার নামকস্থানে লামা থানার পুলিশের এসআই অভিজিৎ দাসের তল্লাশী চালনো হয়। এসময় ২টি কাপড়ের শপিং ব্যাগে তল্লাশী চালিয়ে ৭টি সাদা পলিথিনে রাখা ৩৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ হ্লা এ চিং মার্মা(২৩) নামের এক নারীকে আটক করা হয়। বর্তমানে এ মদের বাজার মূল্য সাড়ে দশ হাজার টাকা। সে উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্ধা পাড়ার থুহ্লাচিং মার্মার স্ত্রী। পরে উদ্ধারকৃত মদ ও হ্লা এ চিং মার্মা ও তার সাথে থাকা চার বছরের শিশু সন্তানকে লামা থানায় নিয়ে যাওয়া হয়।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, চোলাই মদ পাচারকারী হ্লা এ চিং মার্মাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.