রোবার থেকে রাঙামাটিতে তিনদিন ব্যাপী চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন আন্তঃসেক্টর তায়কোয়ান্ডো প্রতিযোগিতা শুরু হয়েছে ।
রাঙামাটি ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রাঙামাটি বিজিবি সেক্টরে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ শওকত ওসমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বরকলের অধিনায়ক লেঃ কর্নেল আলাউদ্দিন আল মামুনসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা।
বিজিবি চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের অধীনস্থ রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও কক্সবাজার সেক্টরের ১৬ জন করে মোট ৮০ জন প্রতিযোগি প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।আগামী ১৪ জুলাই প্রতিযোগিতার সমাপ্ত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.