রোববার বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা অনুষ্ঠান ধর্মীয় ভাবগম্ভির্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে। বৌদ্ধ পুজা,বুদ্ধ মুর্তি দান,সংঘদান ও মধূদান সহ অন্যান্য দানের অনুষ্ঠান করা হয়। হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘপাল মহাথের ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উসবর্ণ ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু ও শ্রমনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরকল বিহার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক বিনয় কিশোর খীসা ও সদস্য বিনিময় খীসা। বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উসবর্ণ থের ভিক্ষু ও সংঘপাল মহাথের ভিক্ষু ধর্ম দেশনায় বলেছেন, বৌদ্ধ ধর্ম জ্ঞানের ধর্ম। এ ধর্মকে আয়ত্ব করতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি দান শীল ভাবনার মধ্যে দিয়ে বৌদ্ধ ধর্মকে জানতে হবে ও উপলব্দি করতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.