বৌদ্ধদের প্রবারণা উৎসব উফরক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বুধবার থেকে ৩ দিন ব্যাপী এ উৎসব শুরু হয়েছে। উৎসবের মধ্যে রয়েছে পূজা-আর্চনা, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান, পিঠা তৈরি, মোমবাতি প্রজ্জ্বলন, ফানুস উড়ানো, আত্মশুদ্ধি ও মঙ্গল কামনা করে সমবেত প্রার্থনাসহ ধর্মীয় নানান আনুষ্ঠানিকতা।এদিকে প্রবারনা পূর্নিমা উৎসব উপলক্ষে বুধবার সকালের দিকে আলীকদম বৌদ্ধ যুব পরিষদ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে বৌদ্ধ সম্প্রদায়ের পূর্ণ্যার্থীরা অংশ নেন।উল্লেখ্য, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস কঠিন সাধনার মধ্যে দিয়ে বর্ষাবাস পালন করে থাকেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.