খাগড়াছড়িরপানছড়িতে দুশতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাদেয়া হয়েছে। সোমবার পানছড়ি উপজেলা সদও ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এ দুশতাধিক দরিদ্র জনগোষ্ঠীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ চিকিৎসা সেবা প্রদান কওে ইপসা ও চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রতœা তঞ্চগ্যা। ইপসার ব্যবস্থাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইপসা পরিচালক (অর্থনৈতিকউন্নয়ন) মোঃ মনজুর মোরশেদ চৌধুরী, পানছড়ি সদও ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা,পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস চাঙমা সত্যজিৎ, ইপসার প্রোগ্রাম অফিসার সাঈদ আক্তার ও আনোয়ার হোসেন। এতে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সিনিয়র চক্ষু চিকিৎসক ডা. মীর জহি-এর পরিচালনায় চক্ষু সেবা প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.