রাঙামাটির সদর উপজেলা বন্দুকভাঙ্গা ইউনিয়নের যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র দুই দিন ব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে।যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র মাঠে আয়োজিত অনুষ্ঠানে সমবেত পূর্ণার্থীদের উদ্দেশ্য ধর্মদেশনা দেন বনভান্তের অন্যতম শিষ্য নন্দপাল মহাথের। অনুষ্ঠানে ২৪ ঘন্টার মধ্যে তৈরীকৃত কঠিন চীবর আনুষ্ঠানিকভাবে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিস্কার দান, কল্পতরুদান সহ নানান দান কার্য সম্পাদন করা হয়। উক্ত অনুষ্ঠানে হাজারো পূর্ণাথীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সদর উপজেলার অন্যতম পাহাড় চুড়া যমচুগের পাহাড়। এর আগে তথাগত গৌতম বুদ্ধের সময় বিশাখা নামের এক পূর্ণবতী মহিলার প্রবর্তিত কঠিন চীবর রোববার সন্ধ্যা থেকে তুলা থেকে সুতার তৈরিসহ ২৪ ঘন্টার মধ্যে বুননসহ যাবতীয় কাজ সম্পাদন করেন অংশ গ্রহনকারী পূর্ণার্থীরা।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.