বিএনপির দেশব্যাপী টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি চলাকালীন রাঙামাটিতে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হলে বা সম্ভাবনা দেখা দিলে প্রশাসনকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের স্বাক্ষরিত এই সর্তকতামুলক জরুরী গণ বিজ্ঞপ্তি জারি করেন।
জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ চলাকালীন রাঙামাটি জেলায় কোন ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হলে বা সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (মোবাইলঃ ০১৮৯৪৯৫০১২৩ টেলিফোনঃ ০২৩৩৩৩৭১৭২২) অথবা ৯৯৯ এ ফোন করে অবহিত করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা গেল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.