অপহরণের সাত ঘন্টার পর উদয়পুর সড়কের ছয়নাল ছড়া এলাকা থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দিপিতা চাকমা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাইহাট-সাজেক সড়কের হাউস পাড়া সংলগ্ন শিজকছড়া নামক এলাকা থেকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সাথে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণের উদ্দেশ্য যাচ্ছিলেন। দিপিতা ঢাবির লোক প্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা শহর থেকে ঢাবির শিক্ষার্থী দিপিতা তার বিশ্ববিদ্যালয়ের একদল বাঙালী সহপাঠীদের নিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়িতে সাজেক পর্যটন কেন্দ্রের উদ্দেশ্য যাচ্ছিলেন। এসময় বাঘাইহাট-সাজেক সড়কের হাউস পাড়া সংলগ্ন শিজকছড়া নামক এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত গাড়ী গতিরোধ করে দিপিতা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটানার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। অপহনরে সাত ঘন্টার পর উদয়পুর সড়কের ছয়নাল ছড়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তবে কারা বি কারণে এ অপহরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
পুলিশের এক বিবৃতিতে দাবী করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ১৫ জন ছাত্র ও ১৯ জন ছাত্রীসহ সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী সাজেকের দিকে রওনা দেয় । যাওয়ার পথে সাড়ে ১২টার দিকে সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়ী (চাঁদের গাড়ী) যান্ত্রিক ক্রটির কারণে থামলে হঠাৎ সেখানে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত হয়ে গাড়ীতে কোন পাহাড়ী শিক্ষার্থী রয়েছে কিনা জিজ্ঞেস ও নিরীক্ষণ করে। এসময় পাহাড়ী শিক্ষার্থীর উপস্থিতি টের পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়ে ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে থাকা পাহাড়ী একমাত্র শিক্ষার্থী দিপিতা চাকমাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের জন্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজুর তত্বাবধানে অভিযান পারিচালনা করে পুলিশের একাধিক টিম। অবশেষে অপহৃত শিক্ষার্থীকে সাজেক থানাধীন দাঁড়িপাড়া মনোআদম নামক স্থান থেকে তাকে সুস্থ অবস্থয় উদ্ধার করে।
সাজেক থানার ওসি নূরুল হক জানান, অপহরনের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যার সোয়া ৭টা ২০ মিনিটের দিকে সাজেকের শিছকছড়ার অদুরের মনোআদামের একটি বাড়ী থেঅেপহৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধার অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধার করে সাজেক থানায় নিয়ে আসার পর তার মাবাবা কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দুর্বৃত্তরা অপহরণের পর সাজেকের উদয়পুর সড়কের ছয়নালছড়া পাশ্ববর্তী নব্বই ডিগ্রি পাহাড় এলাকায় অপহরনকারীরা এক কারবারী বাসায় ফেলে রেখে যায়। পরে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে সাজেক থানায় নিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.