রাঙামাটি শহরে বখে যাওয়া বখাতে কিশোর ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানের দ্বিতীয় দিনে আরো ৩০ জন শিশু ও কিশোরকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্ষন্ত শহরের ৯টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
কতোয়ালী থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় বখে যাওয়া উঠতি বয়সি কিশোর ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালনোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দ্বিতীয় দিনে রাত সাড়ে ৮টা থেকে রাত ১০ টা পর্ষন্ত শহরের ওয়াপদা কলোনি, এডিসি কলোনী,কর্মচারী কলোনী,পর্যটন, ধনমিয়া পাহাড, ওমদামিয়া পাহাড়, মাঝেরবস্তি,শহীদমিনার,উন্নয়ন বোর্ডের পিছনে,নীচেররাস্তা,সিভিল সার্জনের অফিসের পাশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে মোট ৩৩জন শিশু ও কিশোরকে আটক করা হয়েছে।
রাঙামাটি কাতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন সত্যতা স্বীকার করে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.