সাফ ফুটবলে নারী ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ছড়িয়ে পড়েছে খাগড়াছড়িতেও। এ অর্জনে গর্বিত খাগড়াছড়িবাসীরাও। এটিমে খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ছাড়াও একজন কোচ অংশগ্রহন করায় খুশি খাগড়াছড়ি বাসী।
মঙ্গলবার সকালে আনাই আনুচিংদের বাড়ীতে গেলে তা বাবা-মা জানান জয় লাভ করার সাথে সাথে আনুচিং তার বাবা-মাকে জয়ের বিষয়টি জানান এবং এ আনন্দে তিনি ঘুমাতে পারেনি।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন এ জয়ের আনন্দে পুরো দেশের সাথে খাগড়াছড়িবাসী ও জেলা ক্রীড়া সংস্থাও আনন্দিত। তিনি বলেন খাগড়াছড়ি তিন নারী ফুটবলার ও এক কোচ তৃষ্ণা চাকমার সাথে রাঙ্গামাটির দুই কৃতি ফুটবলারকেু অভিনন্দন জানান। সাবেক জাতীয় নারী দলের অধিনায়ক তৃষ্ণা চাকমা খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা কায়করী কটিরিও সদস্য। তাকে নিয়ে বাংলাদে এগিয়ে যাবে এ প্রত্যাশা সবার।
এ বিজয় অর্জন করার সাথে সাথে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তিন নারী ফুটবলার ও একজন কোচের জন্য প্রতিজনকে এক লক্ষ টাকা করে চার লাক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছেন। তিনি জানান এটি তাদের জন্য যদিবা সামান্য তবু তাদের উৎসাহ ও অনুপ্রেরনা প্রদান জন্য এ পুরস্কার। এর আগেও তিনি তিন নারী ফুটবলারকে দুই লক্ষ টাকা করে এফডিআর প্রধানমন্ত্রীঘরসহ নানা সহযোগীতা করেছেন।
----হিলবিডি২৪/সম্পদনা/এই