কাপ্তাই বনবিভাগ অভিযান চালিয়ে একটি তক্ষক ও একজোড়া ময়নাপাখি সহ দুই ব্যক্তিকে আটক করেছে বুধবার(১০ আগষ্ট)।
জানা গেছে, বুধবার গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাইয়ের জীবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে কাপ্তাই বন বিভাগকে সেনাবাহিনী সহযোগীতা করে। আটককৃতরা হল, চান্দু চাকমা ও মোঃ নান্নু মিয়া। আটক চান্দু চাকমা রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার নির্মল চাকমার ছেলে এবং মোঃ নান্নু মিয়া বিলাইছড়ি উপজেলার আবুল হোসেন মুন্সির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে, কাপ্তাই বন রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, সেনাবাহিনীর সহযোগীতায় কাপ্তাই বনবিভাগ অভিযান চালিয়ে একটি ২৩০ গ্রাম ওজনের তক্ষক এবং এক জোড়া বিলুপ্ত প্রায় ময়না পাখিসহ ওই দু`জনকে আটক করতে সক্ষম হয়।
এদিকে, আটক ব্যক্তিদের বিরোদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, তক্ষক একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ এবং এই ময়নাপাখি গুলি বিলুপ্তপ্রায়। তাই বন্যপ্রাণী রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.