পাহাড়ে ঘাস কাটতে গিয়ে হ্রদে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে। শুক্রবার সকালে বৃদ্ধের মৃতদেহ কাপ্তাই হ্রদ থেকে উদ্বার করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, কাপ্তাই বাঁশকেন্দ্র এলাকায় বসবাসরত মোঃ নুরুল আলম (৮০) গত বৃহস্পতিবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে নৌকাযোগে হ্রদ সংলগ্ন পার্শ্ববর্তী পাহাড়ে যায়। বিকালের মধ্যেও ওই বৃদ্ধ বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন পাহাড়ে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া না গেলেও নৌকা ও ঘাস কাটার কাঁচি পাওয়া যায়।অতপর ১৮ ঘণ্টা পর কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় শুক্রবার সকালে বৃদ্ধের মৃতদেহ পাওয়া যায়।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় মাথা ঘুরে অথবা স্ট্রোক করে হ্রদের পানিতে পড়ে সে তলিয়ে যায়। ফলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। লাশ সুরতহাল রির্পোট তৈরী শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.