সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও রোজিনাকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বুধবার খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নূরুল আজম খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নূরুল আজম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈকত দেওয়ান, খাগড়াছড়ি টেলিভিশন এসোসিয়েশনের সাধারন সম্পাদক এইচএম প্রফুল্ল, একুশে টেলিভিশনের প্রতিনিধি চিংমেপ্রু মারমা, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, জেলা আওয়ীলীগ নেতা চন্দন কুমার দে প্রমুখ।
সমাবেশে বক্তারা অবলিম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও রোজিনাকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.