কয়েকদিন কমের দিকে থাকার পর হটাৎ করেই পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বেড়েছে করোনা রোগীর সংখ্যা। সর্বশেষ নমুনা পরীক্ষায় আরো ৩৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৩৫১ জন। নতুন আক্রান্তের মধ্যে ৩জন চিকিৎসক, ৪জন স্বাস্থ্যকর্মী ও ২জন পুলিশ সদস্য রয়েছেন।
আক্রান্তের মধ্যে ১৩জন খাগড়াছড়ি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন। জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা জানান, কোভিট, নন কোভিট; সকল ধরণের রোগীরা জেনারেল হানপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.