রাঙামাটি জেলার দশ উপজেলার মধ্যে এতদিন করোনামুক্ত ছিল বরকল উপজেলাটি। কিন্তু গেল সোমবার বকরল উপজেলার বাসিন্দা এক মহিলা করোনা পজিটিভ আসায় করোনামুক্ত উপজেলা হিসেবে ধরে রাখা সম্ভব হলো না। তবে আক্রান্ত মহিলা সম্পুর্ণ সুস্থ রয়েছেন।
করোনা পজিটিভ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বরকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যাছিং সাগর।
জানা গেছে, বরকল উপজেলার কিয়াং পাড়ার বাসিন্দা ওই মহিলাটি বিয়ে হয় কক্সবাজার এলাকার বাসিন্দা এক ব্যক্তির সাথে। গেল ১৪ জুন স্বামীসহ জেলার বাইরে কক্সবাজার থেকে বরকলে ফিরলে তাদের স্থানীয়রা হোম কোয়ারেন্টিনে রাখেন। বিষয়টি স্বাস্থ্য বিভাগের সন্দেহ হলে গেল ১৫ জুন তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। পরে গেল সোমবার তার রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে। তবে আক্রান্ত মহিলাটি সুস্থ রয়েছেন। বর্তমানে পাড়াটি লকডাউন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.