ঈদ পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে কর্মহীনদের মাঝে শুক্রবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বাঘাইহাট জোনের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক মানুষদের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা।
বাঘাইহাট জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হুমায়ুন কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত সাধারণ মানুষের কছে চাউল, আটা, আলু, ডাল, পেঁয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন। এ সময় বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক নির্দেশনায় সেনা সদস্যের নিজস্ব রেশন থেকে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, দূর্গম এলাকাগুলোতে সাধারণ মানুষের কাছে ত্রাণ পাঠানো খুবই কঠিন ও কষ্টসাধ্য। আর এই কাজটিই সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.