রাঙামাটিতে করোনা ভাইসরাসে দুজন চিকিৎসকসহ ৫জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাঙামাটিতে করোনায় দুই জন চিকিৎসক ও দুই জন নার্সসহ মোট ১০ জন আক্রান্ত হলেন।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল সত্যতা স্বীকার করে জানান, রাঙামাটি থেকে ২ জন চিকিৎসকসহ ৭ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ^বিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। বুধবার চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ^বিদ্যালয় ল্যাব থেকে রাঙামাটিতে ২ জন চিকিৎসকসহ ৫ জনের নমুনার ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ১জন রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ও অন্যজন বেসরকারী হাসপাতালের চিকিৎসক। এছাড়া আক্রান্তদের মধ্যে বিলাইছড়ি উপজেলায় ৩৮ বছরের মা ও তার ১৩ বছরের ছেলে এবং রাজস্থলী উপজেলায় ৩৬ বছরের ১ জন পুরুষ।
উল্লেখ্য, করোনা লক্ষণ থাকায় গেল ২৯ এপ্রিল রাঙামাটি থেকে ৪ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ^বিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। এতে গেল ৬ মে ১জন নার্সসহ ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। তবে দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর তাদের ফলাফল নেগেটিভ আসে। এছাড়া আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা আরো একজন নার্স করোনায় আক্রান্ত রিপোর্ট গেল মঙ্গলবার পজিটিভ আসে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.