রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় দূর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উসুইপ্রু মারমা ওরফে আচেসে মারমা (৩০) নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বুধবার দিনগত রাত ১২টার দিকে ৪ জনের একটি সশস্ত্র দলটি চিৎমরম ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উসুইপ্রু মারমা ওরফে আচেসে মারমার বাড়ীতে যায়। এসময় কথা আসে বলে বাড়ীর বাইরে তাকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ীর ৩শ গজ দুরত্বের স্থানে তাকে তিনটি পর পর গুলি করে হত্যা করে এলাকা ত্যাগ করে। নিহত যুবলীগ নেতা ৩নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে। তবে কারা এই হত্যাকান্ডের সাথে তার প্রকৃত কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলের চারদিক ঘিরে রেখেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্য। এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।
চিৎমরম ইউপি চেয়ারম্যান চিৎথোয়াই মারমা ঘটনা সত্যতা স্বীকার করেন, তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি তা বলতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান,পুলিশ খবর পেয়ে রাত ৩টায় নিহত যুবলীগ নেতা মরদেহ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য রাঙামাটি জনোরলে হাসপাতালে মরদহে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.