জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়িতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়িতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা , সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহেরীন ইয়াসমীনসহ জেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি র্যালী খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায টাউন হলে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.