সোমবার খাগড়াছড়ির পানছড়িতে জিরানীখোলা রাচাই কারবারী পাড়া বেসরকারী প্রাথমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ফলক উম্মোচন করা হয়েছে।
বিদ্যালয়ের ফলক উম্মোচন করেন খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা। এ সময় উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ঐ বিদ্যালয় মাঠে রাচাই কার্বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান, পানছড়ি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মংসাথোইয়াই মারমা, আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, লতিবান ইউপির সদস্য আম্রা মারমা প্রমূখ।
সাংবাদিক চাইথোয়াই মারমা‘র উদ্যেগে প্রাথমিক বিদ্যালয়ে ৪জন শিক্ষক ও ৮০জন শিক্ষার্থী এবং নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৪জন শিক্ষক ও ৩০জন শিক্ষার্থী নিয়ে চলিত বছরে বিদ্যালয়টির যাত্রা শুরু করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.