বৃক্ষ লাগান, প্রাণ বাঁচান’ প্রতিপাদ্য নিয়ে রোববার লামা উপজেলায় অংহ্লারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার অংহ্লারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে দুপুর ১২টায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রায় ৫শত ছাত্র- ছাত্রী একটি করে ৫শতটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
অংহ্লারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজেম উদ্দিন এর আয়োজনে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকসহ বিদ্যালয়ের ৮জন শিক্ষক ও অভিভাবকবৃন্দ প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.