এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এবার পাশের হার মাত্র শতকরা ৫১.১৮ শতাংশ। উপজেলার কোন বিদ্যালয় থেকে শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৫৯৪ জন, পাশ করেছে ৩০৪জন। আর ফেল করেছে ২৯০জন। এদের মধ্যে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫৬জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৩৪ জন।
গড় পাশের হার ৬০.৭১%। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৮জন। গড় পাশের হার ৫৬.২৫%। উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে ৩৪ জনের মধ্যে পাশ করেছে ১৮জন। গড় পাশের হার ৫২.৯৪%।পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২জনের মধ্যে পাশ করেছে ১১জন। গড় পাশের হার ৫০.০০%।
পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ে ১১৪জনেরে মধ্যে পাশ করেছে ৫৫ জন। গড় পাশের হার ৪৮.২৫%।লোগাং উচ্চ বিদ্যালয়ে ৫৩জনের মধ্যে পাশ করেছে ২৫জন। গড় পাশের হার ৪৭.১৭%। নালকাটা উচ্চ বিদ্যালয়ে ১৬জনের মধ্যে পাশ করেছে ৭জন। গড় পাশের হার ৪৩.৭৫জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.