খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকা ২নং গড়গয্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে খাগড়াছড়ির প্রত্যান্ত অঞ্চলে অবস্থিত ২নং গড়গয্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এসএমসি কমিটির সদস্যরা।
মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে শিক্ষাথীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে শিক্ষার্থীরা। খেলাধুলা শেষে বিজয়ীর মাঝে পুরস্কার বিতরন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মন শান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য,কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস কুমার ত্রিপুরা, গ্রাম কারবারী প্রভাত চন্দ্র চাকমা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী। অনুষ্ঠানে াসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্যে খোকনেশ্বর ত্রিপুরা বলেন,আমি ৭ বছর আগে এই বিদ্যালয়ে এসেছি পায়ে হেটে এই বার আসলাম গাড়ীতে চলে। এখন এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন একমাত্র বর্তমান আওয়ামীলীগ সরকারের অবদান। তিনি আরো বলেন বিএনপি-জামাত সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন তো দুরের কথা দেশে শুরু লুটপাঠ আর রাহাজানি স্মৃষ্টি হয়। তাই তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তিনি খেলাধুলা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.