বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়িতে এসএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় মহালছড়িতে দু’টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৮৪জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এর মধ্যে মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় (মহালছড়ি কেন্দ্র ১) পরীক্ষা কেন্দ্রে ছাত্র ২২৩ জন, ছাত্রী ২৩৫ জন এবং মাইসছড়ি উচ্চ বিদ্যালয় (মহালছড়ি কেন্দ্র ২) পরীক্ষা কেন্দ্রে ছাত্র ১৫৫ জন, ছাত্রী ১৭১জন সর্বমোট ৭৮৪ জনপরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।
মহালছড়িপাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নিপুল বিকাশ খীসা বলেন, এ বছর মহালছড়ির দুটি কেন্দ্রে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশী। তবে সুন্দর ও সুস্থ পরিবেশে পরীক্ষা শুরু করা হয়েছে। পরীক্ষার পদ্ধতি পরিবর্তন হওয়ায় নকল করে পাশ করার কোন সুযোগ নেই। এরপরও যদি অসুদোপায় অবলম্বনকারী হিসেবে কাউকে পরিলক্ষিত হলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.